খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি।
বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে জাপানের একটি ম্যাগাজিন প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করা হয়। এতে বলা হয়, জাপানের একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছেন তিনি।
ঘুষ নেওয়ার এ অভিযোগ ওঠাতেই তিনি পদত্যাগ করলেন। তবে পদত্যাগ করলেও আমারি বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন।