খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৌরসভা নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এখন ইউপিনির্বাচন নিয়ে ভাবছে। এই মূহূর্তে মধ্যবর্তী নির্বাচন, মধ্যবর্তী রসিকতা মাত্র। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশে এই মুহূর্ত কোনো মধ্যবর্তী নির্বাচনের সম্ববনা নেই। ২০১৯ সালেই শেখ হাসিনা সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন নেতাদের কারখানা। সেই কারখানায় শুধুই নেতাই তৈরি হয়, কর্মী তৈরি হয়না। শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।’ এসময় তিনি বিএনপি জামায়াতের যেকোন আন্দলোন মোকাবেলা করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানান।
সাভার কলেজে নবীন বরণ অনুষ্ঠানে দলীয় ব্যানার থাকায় ক্ষোভ প্রকাশ করেন। পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের তালবাহানা নিয়ে কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংক আমাদের চোর বানাতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন- আমরা চোরের জাতি নই, আমরা বীরের জাতি।’ এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহামান, সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল গনি, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মানিক মোল্লা প্রমূখ।