Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ব্যাংক ঋণে সুদের হার কমানোর সুপারিশ জানিয়ে এলক্ষ্যে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
দশম জাতীয় সংসদের ‘অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩ম বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আলোচনা হয় , বর্তমানে ঋণের বিপরীতে যে সুদের হার রয়েছে সেটা বেশি। বেসরকারি ব্যাংকগুলোতে ১৩-১৪ শতাংশ সুদ আছে।এ হার কমানো উচিত।”
বৈঠকে ৮ম হতে ১২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বেসিক ব্যাংক এর অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ ও অগ্রীমের সুদের হার সক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বেসিক ব্যাংক এর অনিয়ম সংক্রান্ত বিষয়ে বেসিক ব্যাংক, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় মিলে একটি সার-সংক্ষেপ প্রস্তুত করা হবে উক্ত সার- সংক্ষেপের বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করার সুপারিশ করা হয় ।
বৈঠকে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করা ,বীমা কোম্পানীগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় আনা এবং বিমা সেক্টরের আধুনিকায়ন করার জন্য যত দ্রুত সম্ভব পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় ।
মানি লন্ডরিং প্রতিরোধ আইনে এ পর্যন্ত কতজনকে চিহ্নিত করা হয়েছে এর অগ্রগতি কতদুর ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয় ।
কমিটি সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে কমিটি সদস্য অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম,এ, মান্নান, মোঃ আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী , মোঃ শওকত চৌধুরী এবং আখতার জাহান উপস্থিত ছিলেন।