Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিখ্যাত স্থপতি লুই আই কান প্রণীত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও তার পাশের এলাকার মূল নকশা সংগ্রহ করা হচ্ছে। তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংসদ ও এর পাশের মহাপরিকল্পনাসহ অন্য সব অঙ্গের স্থাপত্য নকশা সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ড্রইং ইনভেন্টরি লিস্টের চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে। এই তালিকা থেকে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-মেইলে যোগাযোগের ধারাবাহিকতায় আর্কিটেকচারাল আর্কাইভের সংরক্ষিত সব নকশা থেকে বিষয়ভুক্ত সংশ্লিষ্ট নকশা খুঁজে বের করে একটি ড্রইং ইনভেন্টরি লিস্ট তৈরির জন্য ফি বাবদ ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ব্যয় হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তা জানিয়েছে।
সেই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তল্লাশি ফি বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাঠানো হয়। এরপর লিস্ট নিয়ে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহের প্রক্রিয়া চলছে।