Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান ২০১৬ সালের প্রথম এশিয়া ট্যুরে বৃহস্পতিবারে এসএমবিসি সিঙ্গাপুর ওপেনের প্রথম দিন প্রথম রাউন্ডে খেলেছেন। এ দিন ১৪ হোল পর্যন্ত খেলে দুটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর। বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রথম রাউন্ডের খেলা শেষ করা যায়নি।
১৮ জনের সঙ্গে যৌথভাবে ৩৭তম স্থানে রয়েছেন তিনি।