খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: এখন থেকে ঘরে বসেই ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবেন। আর এই জন্য প্রয়োজন কার্বন, টেফলন টেপ ও একটি পেন্সিল।
পেন্সিলের দুই প্রান্তে রঙ্গিন দুইটি ছোট কার্ড সংযুক্ত করতে হবে। কার্বন ইলেকট্রড ও টেফলন পরস্পরের দিকে স্থানান্তরিত হবে। কার্ডগুলোকে ত্রি-কোণোমিতিকভাবে ঝুলানো হবে যাতে একটির সঙ্গে আরেকটির স্পর্শ না হয়।
ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লসানি এই ডিভাইসটি আবিস্কার করেছেন। এটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এছাড়া এই ক্ষুদ্র বিদ্যুৎ দুইটি এএ ব্যাটারীর সমান কাজ করবে।
ফিজস ডট অর্গের এক প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটি সাংহাইয়ের গ্লোবাল কনফারেন্স অন মাইক্রো এন্ড ন্যানো- সিস্টেম এ প্রদর্শন করেছেন টোকিও ইউনিভার্সিটি। ডেইলি মেইল/ডেইলি স্টার