খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের সঙ্গে র্যাবের পিকআপের সংঘর্ষে দুই র্যাব সদস্য নিহত হয়েছেন, গুরুতর আহত হন ওই বাহিনীর আরও দুইজন।
শুক্রবার বেলা পৌন ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে র্যাব ও পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন র্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, র্যাব সদস্যদের নিয়ে পিকআপটি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।
“পথে পুরিন্দা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সার্জেন্ট মনসুর। ঢাকা নেওয়ার পর মারা যান কনস্টেবল সোহেল।”
আহত অপর দুই র্যাব সদস্যকে গুরুতর অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।