খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: ভারতের টপ অর্ডার এই ম্যাচেও যুবরাজ সিংকে ব্যাট করার সুযোগ দিলো না! রোহিত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় সংগ্রহ গড়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৪ রান তুলেছে তারা। এমসিজিতে এটি টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোর।
৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। প্রথম ম্যাচ জিতেছে তারা। এই ম্যাচ জিতলেই একটি খেলা হাতে রেখেই সিরিজ হবে তাদের। তবু অস্ট্রেলিয়া কি করলো! সেরা দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতির জন্য প্রথম ম্যাচ খেলেই বিশ্রামে গেছেন। আর এই ম্যাচে আগের ম্যাচের একাদশে ৬টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
দুই পেসার স্কট বোল্যান্ড ও অ্যান্ড্রু টাই এবং অফ স্পিনার ন্যাথান লায়নের অভিষেক হয়েছে। দুই পেসার ৪ ওভার করে বল পেলেও ১ ওভারে ১৫ রান দেয়ার পর লায়ন আর বল পাননি। লায়ন বল না পাওয়াতেই পরিস্কার ভারতের ব্যাটিং ছিল কতোটা আগ্রাসী। শুরু থেকেই আক্রমণ করে খেলেছেন দুই ওপেনার রোহিত ও ধাওয়ান। তাদের আঘাতে এলোমেলো হয়েছে অস্ট্রেলিয়ার বোলিং।
১১তম ওভারের শেষ বলে তারা বিচ্ছিন্ন হয়েছেন। তার আগে গড়েছেন ৯৭ রানের জুটি। ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করা ধাওয়ান হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের শিকার। আগের ম্যাচে অপরাজিত ৯০ রান করেছিলেন কোহলি। যেখানে সেদিন শেষ করেছিলেন সেখান থেকেই শুরু হলো যেন তার। রোহিত তো অন্য প্রান্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই যাচ্ছিলেন।
৫০ রানের জুটি হলো তাদের। ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন রোহিত। ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করে গেছেন। কোহলি ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থেকেছেন। ৯ বলে ১৪ রান করেছেন অধিনায়ক এমএস ধোনি। সবচেয়ে ঝড় গেছে জন হাস্টিংস ও জেমস ফকনারের ওপর দিয়ে। দুজনেই প্রায় ১২ গড়ে রান দিয়েছেন।