খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে আবারও লজ্জার মুখে ফিজি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২৯৯ রানের বিশাল হেরেছিল ফিজি। ফিজি তাদের দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার মুখে পড়েছে।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফিজি তাদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফিজি। ওপেনিং জুটিতে ৩২ আসে। এরপরই ব্যাটিং ধ্বস নামে ফিজির। ২৭.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় ফিজির ইনিংস।
ফিজির মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান ছুটে পেরেছে। সর্বোচ্চ ১৯ রান আসে টিকোইসিভার ব্যাট থেকে। জিম্বাবুয়ের অফস্পিনার ওয়েসলি মাধেভেরে ৫টি উইকেট লাভ করেন।
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে তেমন কোন বিপর্যয়ে পড়তে হয়নি জিম্বাবুয়েকে। ১৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ৮২ রান ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ব্রেন্ডন স্লে অপরাজিত ২৯ রান করেন।