খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: আগামী ৩১ জানুয়ারি রোববার দলের প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, ওইদিনই দলের মধ্যে আনা সকল পরিবর্তন সম্পর্কে প্রেসিডিয়াম সদস্যদের অবহিত করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশনের বৈঠকের পরপরই দলীয় প্রেসিডিয়ামের সভা ডাকলেন এরশাদ।
প্রসঙ্গত, হঠাৎই জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিব ও জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করায় প্রকাশ্য হয় জাতীয় পার্টির ভেতরের কোন্দল। ওইদিনই জাতীয় পার্টির সংসদীয় দল এরশাদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায় এরশাদকে। অনঢ় থাকেন এরশাদ। পরে এক পর্যায়ে বিবৃতি দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান সংসদীয় দলের সভাপতি ও বিরেধীদলীয় নেতা রওশন এরশাদ।