Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: আইওয়া বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ চলাকালীন এক ট্রাম্প বিরোধী যুবক তার মুখমন্ডল লক্ষ্য করে দুইটি টমেটোছুঁড়ে মারে। কিন্তু টমেটো দুটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথম টমেটোটি ট্রাম্পের কয়েক গজ দূরে গিয়ে পড়লেও পরেরটি মাত্র কয়েক ইঞ্চি ব্যবধানে ট্রাম্পের মাথা ঘেঁষে বেরিয়ে যায়।
ফলাফল, ট্রাম্পের স্বভাবজাত প্রতিক্রিয়া। প্রথমে শান্ত কণ্ঠে বলেন ‘ তাকে বের করে দাও’। এরপরই নাটুকে ট্রাম্প উপস্থিত দর্শকদের দিকে তাকিয়ে নাটুকে গলায় বলেন, ‘তৈরি?’ আবারো বলেন, ‘আপনারা কি তৈরি?’ তারপরই হুঙ্কার দিয়ে ওঠেন, ‘তাকে এখনি এখান থেকে বের করে দাও’। আর তখন স্বাভাবিকভাবেই তার সমর্থকরা চিৎকারে পুরো মিলনায়তন কাঁপিয়ে তোলে।
টমেটো নিক্ষেপকারী ২৮ বছর বয়সী যুবকটির নাম অ্যান্ড্র জোসেফ আলেমাও। সমাবেশ চলাকালীন সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার রাতটি হাজতে কাটাতে হলেও পরদিন সকালেই তাকে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, ট্রাম্প তার ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্সকে কম্যুনিস্ট বলায় আলেমাও তাকে টমেটো ছুঁড়ে মেরেছিলেন।