খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে ১ হাজার ক্যামেরা আনছি আমরা। আগামীতে আরোও ক্যামেরা আনা হবে। তখন এক জায়গা থেকে পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করা যাবে।
শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে অনলাইন মিডিয়া ও রেডিও স্টেশনের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বর্তমানে ১‘শ ক্যামেরা ঢাকা শহরের কিছু কিছু জায়গায় রয়েছে এটা দিয়ে আমরা অনেক সুফল পাচ্ছি তাই আমনা পুরো ঢাকা শহরে সিসি ক্যামেরা বসাতে যাচ্ছি। এ ক্যামেরা গুলো অন্ধকারেও ছবি ধারণ করতে পারবে। তখন একজন ব্যক্তি রাস্তায় বের হলে তার ফুটেজ ক্যামেরায় ধারণ করা জাবে।
তিনি বলেন, ঢাকা শহরের যানজট কমাতে আরোও নতুন তিন হাজার বাস কেনার প্ররিকল্পনা করছি আমরা। বর্তমানে ১৯০ টি কোম্পানির বাস ঢাকা সিটিতে চলছে, আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামিতে শুধো ৫টি কোম্পানির বাস চালানো যায় কি না । এ বিষয় গুলো নিয়ে বাস মালিকদের সাথে আমি কথা বলেছি।
মেয়র বলেন, আমি ৮ মাস হলো দায়িত্ব নিয়েছি এ সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে উন্নয়ন করেছি কিন্তু আগামী তিন মাসের মধ্যে সিটি কর্পোরেশনের চেহারা পাল্টে যাবে। কারণ আমরা অনেক বিষয়ে হোমওয়ার্ক করেছি । যা আগামী তিন মাস বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে একজন মেয়রের পক্ষে অনেক কিছু করা সম্ভব। কারণ একটি সিটি কর্পোরেশনের রাজনৈতিক সহযোগিতা থাকলে অনেক উন্নায়ন করা সম্ভব। আমাদের প্রধানমন্ত্রী তা করেছেন। আমরা ঢাকা শহরের ১২টি বেদখল জায়গা মুক্ত করেছি। এখানে সবার সহযোগিতা ছিল তাই করতে পেরেছি, একা আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। যাদের বিরদ্ধে আমরা এ্যাকশন নিয়েছি তাদের হাজার কোটি টাকার সিন্ডিকেট আছে, তাই অনেক বাধার মুখে পড়তে হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে আমরা ফার্মগেটের কুতুববাগ দরবার শরীফের লোকজনদের আর জায়গা দখল করতে দিব না। আমরা আগে থেকে ব্যবস্থা নিব। এবার আমরা তাদের বাধা দিতে গেলে তারা বলে আমরা পুলিশের অনুমতি নিয়েছি জানি না তারা কিভাবে অনুমতি পায়।