খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : ২০১৫ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত তালিকা আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। দুপুর ২ টায় এ তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস. এম .আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে হালনাগাদ ও ভোটারদের দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এবছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি।
গত ১ জানুয়ারি খসড়া ভোটর তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন খসড়া নতুন ভোটার ছিল ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন । ভোটার তালিকায় পুরুষ অন্তর্ভুক্ত হয়েছিল ২২ লাখ ৯৭ হাজার ৯৫জন, আর মহিলা ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল ২০ লাখ ৫৭ হাজার ৯৯ জন। তাছাড়া ভোটার তালিকায় ভোটার কর্তন করা হয়েছিল ৭ লাখ ৩৫ হাজার ৮শ ৭১ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৮৫ হাজার ৭ শ ৯৯ জন, মহিলা ২ লাখ ৫ হাজার ৭২ জন।
১৭ জানুয়ারি মধ্যে ভোটাররা দাবী, আপত্তি ও সংশোধন করেছিল। এদের দাবী নিষ্পত্তির শেষ করা হয় ২২ জানুয়ারি।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাদের বয়স ২০১৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর হয়েছে তারা শুধু এবার ভোটার তালিকায় ভোটার হতে পেরেছেন।
প্রসঙ্গত, আগের ৯লাখ ৬২ হাজার ৫৪২ জন ভোটারে সাথে নতুন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন ভোটা যুক্ত হয়ে মোট ভোটার হবে ১০ কোটি ৫ লাখের বেশি। এবার ৪.৫ % হারে ভোটার বৃদ্ধি পেয়েছে।