খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের সমাবর্তন টুপি না দেওয়ায় মাথায় পলিথিনের ব্যাগ লাগিয়ে প্রতীকি প্রতিবাদ করেছেন বেশ কয়েকজন গ্র্যাজুয়েট। বিশ্ব্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শনিবার দুপুরে সমাবর্তন গাউন সংগ্রহ করে গ্র্যজুয়েটরা। এসময় গাউনের সাথে সমাবর্তন টুপি ও টাই না দেওয়ায় কয়েকজন গ্র্যাজুয়েট এর প্রতিবাদে মাথায় পলিথিন ব্যাগ লাগিয়ে এর প্রতিবাদ জানান।
এদিকে সমাবর্তন গাউনের সাথে টুপি না দেওয়ায় কিছু গ্র্যাজুয়েট নিজেদের খরচে টুপি কিনিছে। কিন্তু এসব টুপি পড়ে কেউ সমাবর্তন স্থলে ঢুকতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খোড়া যুক্তি দিয়ে আমাদের গাউনের সাথে টুপি ও টাই দেয়নি। ঢাকা, জাহাঙ্গীনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশ গ্রহনকারী গ্রাজুয়েটদের জন্য গাউনের সাথে টুপি ও টাই দেওয়া হয়। সমাবর্তন শেষে গাউন জমা দিলেও সমাবর্তন স্মৃতি হিসেবে টুপি ও টাই গ্রেজুয়েটদের দিয়ে দেওয়া হয়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের দোহায় দিয়ে সামাবর্তনে গাউনের সাথে টুপি ও টাই দিচ্ছে না।
এছাড়াও সমাবর্তনে নিবন্ধন ফি বেশি নেওয়ার অভিযোগ করা হয়েছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধু মাত্র একটি নিবন্ধনের মাধ্যমে দেওয়া হয় অনার্স এবং মাস্টার্সের সনদপত্র। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স এবং মাস্টার্স এর জন্য আলাদ আলাদা করে নিবন্ধন নিয়েছে। আর অনার্স এবং মাস্টার্সের নিবন্ধনের জন্য নেওয়া হয়েছে দুই হাজার করে মোট চার হাজার টাকা । যা অন্যন্যা বিশ্ববিদ্যালয়ে নেওয়া না।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবর্তনে ৭ হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। আর এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ