Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : একটা নয়। কমপক্ষে দুইটা বিয়ে করতে হবে। আর দুটো বিয়ে না করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। চমকাবেন না। দেশের পুরুষদের জন্য নাকি এমন ফতোয়াই জারি করেছে ইরিট্রিয়া সরকার। এমন সরকারি ফতোয়ার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে। তবে ফতোয়ার কথা অস্বীকার করেছে ইরিট্রিয়া সরকার। এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে জানিয়েছে তারা। দেশটির পুরুষদের অন্তত দুটা বিয়ে করার জন্য ইরিট্রিয়া সরকার আইম্ন জারি করেছে বলে প্রথম প্রকাশিত হয় কেনিয়ার একটি নিউজ় ওয়েবসাইটে।
সেখানে বলা হয়, ইরিট্রিয়ায় নারীর অনুপাতে পুরুষের সংখ্যা কম। তাই এমন ফতোয়া জারি করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরিট্রিয়া সরকার। আফ্রিকার এই ছোট দেশের এক কর্মকর্তার দাবি, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যে।’ কোনও অশুভ শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরিট্রিয়ার বদনাম করতে চাইছে বলে টুইটারে জানিয়েছেন সেদেশের তথ্যমন্ত্রী।