খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে নেমে ১৭ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। রানের খাতা খোলার আগেই পিনাক ঘোষ ফিরে যান সাজঘরে। স্বল্প সময়ের মধ্যেই জয়রাজ শেখও তাকে অনুসরণ করেন।
রোববার সকালে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেই দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় মেহেদি হাসান মিরাজের দল। সেই চাপ কাটাতে ওপেনার সাইফ হাসানের সঙ্গে যোগ দেন নাজমুল হাসান শান্ত। এই দুজনের ব্যাটে শতক পার করেছে বাংলাদেশ।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ২ উইকেটে ১০৯ রান।