Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নবনিযুক্ত হাই-কমিশনার মিজ এ্যালিসন ব্লেক বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি’র সাথে আজ সকালে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এভিয়েশন সিকউরিটি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপে বৃটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। এ সময় যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকা থেকে দিল্লী স্থানান্তরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বেশিরভাগ কার্যক্রম যখন অনলাইনে সম্পন্ন হচ্ছে তখন ভিসা অফিসে অবস্থানের চেয়ে দ্রুততার সাথে কার্যক্রম সম্পন্নের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, প্রায় দশ হাজারেরও লন্ডন ও অন্যান্য শহরগুলোতে বেশি কারীহাউস পরিচালনা করছেন বাংলাদেশিরা। তাই রকমারি খাবারের স্বাদ পেতে বৃটিশ পর্যটকগণ বাংলাদেশে আসতে পারে।
এ সময় হাইকমিশনার জানান, কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দু-দেশের পর্যটকদের আগমণ বৃদ্ধি পাবে। বৃটিশ হাইকমিনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আধুনিক মানের নতুন যে সব হোটেল ও মোটেল নির্মাণ হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে তা তার দেশ পর্যবেক্ষণ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।