Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন ভোটার হিসেবে ৩৬ লাখ ৮৮ হাজার ৫৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন। সবমিলে এখন দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।
চূড়ান্ত তালিকা করার সময় মৃত ভোটার বাদ পড়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। রবিবার ইসি সচিবালয়ে চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৬২ লাখ এক হাজার ৪৯৭ জন। এর আগে গত ২ জানুয়ারি হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি।
ওই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার ছিল ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। খসড়া তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। হালনাগাদ করার সময় খসড়া ভোটার তালিকা থেকে মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন ভোটার বাদ পড়েছিলেন। এরমধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন পুরুষ ও ২ লাখ ৫০ হাজার ৭২ জন নারী ভোটার ছিলেন।
গত বছরের ২৫ জুলাই থেকে সারাদেশে একাধিক ধাপে চলে হালনাগাদ কার্যক্রম। ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর মাসব্যাপী এই তালিকার ওপর আপত্তি ও শুনানি শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশিত হল।