খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : ৩০শে জানুয়ারী সকাল থেকে একটি ছবি সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইটে দেখা যায়। যেখানে একটি কিশোর ছেলে ভারতের পতাকা আগুনে পোড়াচ্ছে। কে সেই ছেলে এবং কেন এমনটি করছে তা জানা যায় নি।
ভারতের চেন্নাই থানায় এই বিষয়ে মামলা করা হয়েছে। নাগাপাট্টিনামের একটি ফেসবুক আইডিতে এই ছবিগুলো প্রকাশ করা হয়। পরবর্তীতে হিন্দু মক্কেল মুন্নানি একটি পিটিশন দায়ের করে। পড়ে পুলিশ এই মামলা আমলে নেন।
তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, দিলিফান মাহেন্দ্রান নামের সেই ব্যক্তিকে চিহ্নিত করেছেন। শনিবার দুপুরে সেই ব্যক্তি তার একাউন্টে এই ছবি পোস্ট করেন। সেখানে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও লিখালিখি করেছেন।–সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।