Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : ঊথবাতি ও এলইডি স্ক্রিন থেকে বিচ্ছুরিত নীল আলো চোখের রেটিনার ক্ষতি করে কি না, তা নিয়ে কিছুদিন আগে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। এতে জানা গিয়েছিল নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য শক্তিশালী হওয়ায় তা চোখের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় কিছুটা স্বস্তির খবর মিলেছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। মানুষের রেটিনার ক্ষতি করতে পারে নীল আলো, আগে এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু গবেষকরা জানিয়েছেন, একটি পরিষ্কার দিনে আকাশ থেকে যে পরিমাণ নীল আলো আসে তা মানুষ স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারে। এতে চোখের ক্ষতি হয় না। আর এর সঙ্গে উজ্জ্বল নীল বাতি ও এলইডি স্ক্রিনের তুলনা করা চলে না।
কারণ নীল আকাশের আলোর তুলনায় এসব আলোর উজ্জ্বলতা অনেক কম। গবেষকরা জানিয়েছেন, আকাশের প্রাকৃতিক উজ্জ্বল আলোর তুলনায় বাতি ও মনিটরের কৃত্রিম আলো অনেক অনুজ্জ্বল। আর এ কারণে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক ও যুক্তরাজ্যের অপটিক্যাল রেডিয়েশন ডসিমেট্রি গ্রুপ অব পাবলিক হেলথ-এর বিভাগীয় প্রধান জন ও’হ্যাগেন বলেন, ‘এমনকি দীর্ঘক্ষণ ধরে অনুজ্জ্বল বৈদ্যুতিক বাতি, কম্পিউটার, ট্যাবলেট ও মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকলেও তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হয় না।’
সাম্প্রতিক নীল আলো বিষয়ে উদ্বেগের কারণ ছিল কম পাওয়ারের এলইডি লাইট ও ইলেক্ট্রনিক্স স্ক্রিন। এগুলো সনাতন ইনক্যানডিসেন্ট বাতির তুলনায় বেশি নীল আলো বিচ্ছুরণ করে। মানুষ এখন ক্রমে আগের তুলনায় নানা ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোনে সময় ব্যয় করছে। আর এতে তাদের চোখের ক্ষতি হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়। সাম্প্রতিক এ গবেষণার পর এ উদ্বেগ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে আই জার্নালে।