Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49এনবিএস : জানুয়ারি ৩১, ২০১৬, রবিবার
দীর্ঘ ১৩ বছর পর কমিটি পেল কক্সবাজার জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের কাউন্সিলের পর এ কমিটি ঘোষণা করা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এই কাউন্সিলে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, ড. হাসান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “দীর্ঘ ১৩ বছর পর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মজিবুর রহমান মজিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।