খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। আজ বিকেল ৫টায় তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
গত বৃহস্পতিবার তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপাচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।