Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : মিয়ানমারে ৫০ বছরের বেশি সময় পর গণতান্ত্রিক সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যাচ্ছে। আজ বসছে দেশটির নতুন নির্বাচিত সরকারের প্রথম সংসদ।
আজ মিয়ানমারের নতুন সংসদের প্রথম কাজ হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা।
মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সাং সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮০ শতাংশ আসনে জয়লাভ করে। তবে ওই নির্বাচনে সামরিক জান্তারা এক-চতুর্থাংশ আসন দখল করে।দেশটির সংবিধান অনুযায়ী, তারাও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে।
দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন আগামী মার্চের শেষে ক্ষমতা থেকে সরবেন। তবে সু চি ব্রিটিশ নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে তাঁর সংবিধানিক বাধা আছে।
ফলে ১৫ বছর ধরে গৃহবন্দি থাকা সু চি এখন নতুন নেতার মাধ্যমে নিজের প্রভাব ধরে রাখতে চেষ্টা করবেন।খবর বিবিসির।