খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : অবশেষে মেসির দেখা পাচ্ছে সেই মুর্তাজা। কয়েকদিন আগে পলিথিন কেটে মেসির জার্সি বানিয়ে বিশ্ব মিডিয়াতে শিরোনাম হয়েছিলেন ৫ বছর বয়সী মুর্তাজা। শুরু হয়ে যায় সেই শিশুকে খোঁজা। শেষ পর্যন্ত খোঁজ মিলে সেই শিশুর। প্রথমে বিভিন্ন গণ মাধ্যমে ভুল তথ্য দেওয়া হলেও পরে তার আসল পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানে থাকেন সেই শিশু।
পরে মেসি ও বার্সেলোনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় যাতে সেই শিশুকে একটি আসল জার্সি দেওয়া যায় এবং মেসি যাতে নিজে সেই জার্সিটি শিশুটিকে তুলে দিতে পারে। অবশেষে সেই চেষ্টাও সফল হল।
আফগান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা সৈয়দ আলী কাজেমী বলেছেন, ‘লিওনেল মেসি ও এফসি বার্সেলোনার পক্ষ থেকে আফগান ফুটবল ফেডারেশনকে ইমেইল দেওয়া হয়েছে মেসির সাথে দেখা করার বিষয়ে।