Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : যতই দিন যাচ্ছে, ক্রিকেটে যোগ হচ্ছে নতুন নতুন আক্রমণাত্মক শট। ব্যাটসম্যানদের উদ্ভাবনী ক্ষমতায় বোলারদের আজ প্রায় দিশেহারা অবস্থা। হেলিকপ্টার শট, সুইচ হিট কিংবা খাটো লেšে’র বলকে টেনিসের ফোরহ্যান্ডের মতো শট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে ব্যাটসম্যানরা এখন সিদ্ধহস্ত। এবার ক্রিকেটে এলো ‘স্কুপিং স্ল্যাপ’। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই যে শটের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ইংল্যান্ডের ইনিংসের ৪৩তম ওভারের ঘটনা। জিম্বাবুয়ের পেসার কুন্দাই মাতিগিমুর মুখোমুখি অ্যানুরিন ডোনাল্ড। অফস্টাম্পের বেশ বাইরে ‘সেøায়ার’ করেছিলেন মাতিগিমু।
ডোনাল্ড অবশ্য খুব বেশি রান করতে পারেননি, ১৭ বলে ২৫ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। তবে তাঁর দল জিতেছে ১২৯ রানের বিশাল ব্যবধানে। টানা তৃতীয় জয়ের সুবাদে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড।