খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : দিনাজপুরের পার্বতীপুরে একটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান।
হতাহত সকলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিলাপুর গ্রামে। নিহতরা হলেন, ইসমাইল হোসেন, রেজাউল, জাকিরুল, দিলীপ চন্দ্র। আহতরা হলেন, মজিবর রহমান (৫২), আসাদ (৪৮), আতিয়ার রহমান (৫৩), বাবুল মিয়া (৫৫) ও তাহাজুল ইসলাম (৪০)।
তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মাহমুদুল বলেন, রাতে উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরে যাওয়ার পথে বড় পুকুরিয়া কয়লা খনির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পরে কয়লা খনির নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় কবলিত ট্রাকটি তোলার চেষ্টা চলছে বলে ওসি মাহমুদুল জানান।