খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একসঙ্গে বিরোধী দল এবং সরকারের ভূমিকায় থাকা যায় না। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী এটা বৈধ নয়। সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে সরকার থেকে বেরিয়ে আসতে হবে এবং মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। পটুয়াখালীর দুমকী সফরকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলীয় মন্ত্রীদের উদ্দেশে জিএম কাদের বলেন, আমরা সরকারে আছি নাকি বিরোধী দলে আছি, তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। দ্বিমুখী ভূমিকার কারণে জাতীয় পার্টির অবস্থান নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে আসার ব্যাপারে দলের গত প্রেসিডিয়াম সভায়ও সবাই একমত হয়েছেন। তাই জাতীয় পার্টির কেউ মন্ত্রিপরিষদে থাকতে পারবেন না। ওনারা যদি কেউ মন্ত্রিসভায় থাকতে চান, তাহলে জাতীয় পার্টি ছেড়ে সরকারের সঙ্গে গিয়ে থাকতে হবে।