খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : সমুদ্রের নিচে এবার দেখতে পাওয়া যাবে জাদুঘর। এই জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এটাই হবে ইউরোপের প্রথম জাদুঘর, যার ঠিকানা হবে গভীর সমুদ্র। সমুদ্রের গভীরে এখন জাদুঘর তৈরির কাজ চলছে জোরকদমে।
সমুদ্রের প্রায় ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজও এখন প্রায় শেষের মুখে। অনবদ্য এই কাজ করছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী। মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাঁদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, তাতে সামুদ্রিক জীবের এবং সমুদ্রের জলের কোনও ক্ষতি হবে না। শুধু তাই নয়, জলের নিচে এই ভাস্কর্য টিকে থাকবে প্রায় তিনশো বছর, এমনটাও দাবি করা হচ্ছে।
অভিনব এই জাদুঘর দেখতে হলে ডুবুরির পোশাক পড়ে, পিঠে অক্সিজেনের টিউব নিয়ে সাগরতলে নামতে হবে। এই জাদুঘর যে পর্যটকদের নজর কাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।