Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক সরদার সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। লুধিয়ানা পুলিশের কাছে তার প্রেমিকা পরিচয় দিয়ে ২১ বছরের এক নারী অভিযোগ দায়ের করেছেন। সেখানে সরদারের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা, যৌন নির্যাতন, প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় এই নারী বৃটিশ নাগরিক। তাকে সরদার গর্ভপাত করতে বাধ্য করেছেন বলেও অভিযোগ। এই নারীর দাবি, গত চার বছর ধরেই সরদারের সাথে পরিচয় তার। দুই পরিবারের সম্মতিতে বাগদানও হয়েছিল।
কিন্তু সরদার এখন তাকে উপেক্ষা করছেন। বিয়ের প্রতিশ্র“তি দিয়েও বিয়ে করতে রাজি হচ্ছেন না। সরদারের বিরুদ্ধে তাই “শরীরিক, মানসিক ও আবেগজনিত নির্যাতন” এর অভিযোগ করেছেন। এই নারী নিজেও ইংল্যান্ডে হকি খেলেন। তিনি জানান, ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় সরদারের সাথে তার পরিচয়। তারপর প্রেম ও বাগদান। ২০১৫ সালে তিনি গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু সরদার তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করতে বাধ্য করেন। “লন্ডন অলিম্পিকের সময় আমাদের দেখা হয়। পরে একে অন্যকে ভালো করে জানি।” ওই নারী বলেছেন, “আমাদের বাগদান হয়।
সরদারের পরিবার সেখানে ছিল। কিন্তু আমার বাবা মা আসতে পারেননি। যদিও তাদের অনুমতি ছিল। ২০১৫ সালে আমি গর্ভবতী হয়ে পড়ি। সে আমাকে গর্ভপাত করতে বলে। নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি তা করি।” তারপর থেকেই নাকি সরদারের রূপ পাল্টে যায়। অভিযোগ করা নারী বলেছেন, “ওই ঘটনার পর থেকে আমাকে উপেক্ষা করছে সে, বিয়েও করতে রাজি হচ্ছে না।
এখন আমার ফোন ধরে না। মেসেজেরও জবাব দেয় না। সে আমাকে শারীরিক, মানসিক ও আবেগজনিতভাবে বিপর্যস্ত করেছে।” সরদার ২০১২ সাল থেকে ভারতের হকি দলের অধিনায়ক। তিনি হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টও। এখন হকি ইন্ডিয়া লিগে পাঞ্জাব ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। গত বছর ওয়ার্ল্ড হকি লিগের সময় একটি হোটেলে এই নারীকে সরদার লাঞ্ছিত করেন বলে অভিযোগ। তখন এই নারী নাকি পুলিশে জানিয়েছিলেন। অভিযোগ দায়ের করার পর এখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এই নারী। তবে তার আশা, “অভিযোগ দায়ের করেছি। আশা করছি বিচার পাবো।