Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : স্বতন্ত্রসংসদ সদস্য হাজী সেলিম বলেছেন, খাদ্য প্রতিমন্ত্রী কবিতা পড়ে মন্ত্রীত্ব লাভ করেছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি ঠিক আছে কিন্তু মন্ত্রী কি সাধারণ কৃষকের কথা কিছু চিন্তা করছে। তিনি সবসময় শুধু কবিতায় পাঠ করেন।
বুধবার জাতীয় সংসদে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে উদেশ্যে করে হাজী সেলিম এসব কথা বলেন।
হাজী সেলিম বলেন, আপনি ধানের গোডাউন করেছেন ঠিক আছে, এখানে যে ধান রাখবেন এটিও ঠিক আছে ।কিন্তু এই খাদ্যসামগ্রী যখন সরকারি ভাবে ক্রয় করেন তখন কি আপনারা কৃষক থেকে ধান কিনেন? কিনেন না ।
আপনারা টাউটবাটপারদের কাছ থেকে ধান কিনছেন এর ফলে সধারণ কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না। আপনারা সরাসরি কৃষকদের কাছ থেকেখাদ্য কেনেন তবে কৃষকরা উপকৃত হবে।
জবাবে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, মানুষ এবং কবিতা অবিচ্ছেদ্য, মানুষ থাকলে কবিতা থাকবে, কবিতা থাকলে মানুষ থাকবে।
তিনি বলেন, খাদ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের একটি সরকারি নিতীমালা আছে। এ নিতীমালার অনুযায়ী আমরা খাদ্য ক্রয় করি। আমাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কৃষকদের বাচাতে হবে। আমরা তার কথা অনুযায়ী কাজ করে যাচ্ছি। এ সরকার কৃষক বান্ধব সরকার ।