খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্ভরতার নাম মাহমুদুল্লা রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি মাহমুদুল্লা রিয়াদের আজ ৩০তম জন্মদিন।
২০০৭ সালের শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে মাহমুদুল্লাহ। ১২৫ ওয়ানডে ম্যাচে ৩৩.২৭ গড়ে ২৬২৯ রান আর ২৭ টেস্টে ৩১.৩৭ গড়ে ১৫০৬ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে পরপর দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি।
মাহমুদুল্লাহ রিয়াদকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।