Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : অস্ট্রেলিয়ায় অবৈধ আশ্রয়প্রার্থীদের জেলে পাঠানোর প্রথার বিরুদ্ধে মামলা করে হেরে গেছেন এক বাংলাদেশি মা।
বুধবার অস্ট্রেলিয়ার হাইকোর্ট এই মামলা খারিজ করে সরকারের অ্যাসাইলাম নীতির পক্ষে রায় দিয়েছে। ফলে শিশুসহ তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হতে পারে।
জানা যায়, হয়, বাংলাদেশি ওই মহিলা বেশ কয়েক বছর আগে জাহাজে চড়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টা করে ধরা পড়েন। তাকে নাউরুতে পাঠানো হয়। সেখানে তিনি অন্তঃসত্ত্বা হলে চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়া হয়।
শিশুর জন্মের পর কর্তৃপক্ষ তাকে আবার নাউরুতে ফেরত পাঠানোর চেষ্টা করলে মানবাধিকারকর্মীদের সহায়তায় তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছেন।
এই রায়ের সমালোচনা করে মানবাধিকারকর্মীরা বলছেন, এখন ২০৬ জনের বেশি আশ্রয়প্রার্থীকে কারাগারে ফেরত পাঠানো হবে। তাদের সঙ্গে থাকবে ৫০টি শিশু, যাদের মধ্যে ৩৭ জনের জন্ম হয়েছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজ চড়ে যেসব আশ্রয়প্রার্থী (অ্যসাইলাম) অস্ট্রেলিয়ায় আসে, তাদের সে দেশে ঢুকতে না দিয়ে কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরের দুটি দ্বীপ নাউরু ও পাপুয়া নিউ গিনিতে বিশেষভাবে তৈরি কারাগারে পাঠিয়ে দেয়। মূলত এই ব্যবস্থার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন ওই বাংলাদেশি নারী। সুত্র: বিবিসি

অন্যরকম