খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : রাজধানীর মিরপুরে ‘পুলিশের হামলায়’ দগ্ধ চায়ের দোকনদার বাবুল মাতুব্বর (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
চিকিত্সকরা জানিয়েছেন, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
অভিযোগে জানা গেছে, বুধবার রাতে শাহআলী থানাধীন গুদারাঘাটে চাঁদার টাকা না পেয়ে চায়ের দোকানদারের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।
পুলিশের দাবি, পুলিশ নয়, পুলিশের সোর্সের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে স্টোভের চুলা পড়ে গিয়ে আগুন ধরে যায়। এতে বাবুল মাতুব্বর দগ্ধ হন।
বাবুল মাতুব্বরের ছেলে রাজু জানান, গুদারাঘাটে কিংশুক বহুমুখী সমিতির গেটের পাশে রাস্তায় বাবুল মাতুব্বরের চা দোকান। চুলা হিসেবে কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে শাহ আলী থানা পুলিশের একটি টহল টিম মাইক্রোবাস নিয়ে তার দোকানে যায়। রাস্তায় দোকান বসানোর জন্য পুলিশ তার কাছে চাঁদা চায়।
শাহআলী থানার ওসি একেএম শাহীন মন্ডল বলেন, বাবুল চা দোকানির পাশাপাশি গাঁজা বিক্রি করে। রাতে থানার সোর্স দেলোয়ার ঐ দোকানে যায়। তার সঙ্গে দেলোয়ারের ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে স্টবের চুলা পড়ে গিয়ে আগুন ধরে যায়। এসময় দেলোয়ার পালিয়ে যায়। আগুনের খবর পেয়ে পরে পুলিশ সেখানে যায়। এর আগে পুলিশ সেখানে চাঁদার টাকা নিতে যায়নি বলে দাবি করেন ওসি।