Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মার্চের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বি আরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
বি আরটিএর অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন, অতিরিক্তি ভাড়া আদায় করা হলে আপনারা আমাদের জানাবেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ১৩টি মামলাও করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনজনের কারাদণ্ডও দেওয়া হয়। বাসচালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর শাস্তির বিধানসহ নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। অভিযানে আসা কলামিস্ট আবুল মকসুদ বলেন, গণপরিবহনের সংকট দূর করার জন্য সরকার নিয়ন্ত্রিত (বি আরটিসি) বাসের সংখ্যা বাড়াতে হবে।
তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে বি আরটিসির নতুন বাস ছাড়া যাচ্ছে না। বি আরটিসি দুর্নীতি দূর করার পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।