খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : ফেসবুকসহ যে কোন মাধ্যমে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইন ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা অর্থদণ্ড দেয়া হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকসহ অন্য যে কোন ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দেয়া হবে। এছাড়া অন্য কোনো উপায়ে প্রশ্ন ফাঁসের যে কোন ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।
ফেসবুকে কেউ প্রশ্ন ফাঁরের গুজব ছড়ালে গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসি, ডিবিকে ০১৭১১৬০৫১৪৪ এই মোবাইল নম্বরে জানাতে বলা হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের। কন্ট্রোল রুমের ৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ ফোন নম্বরে জানাতে বলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ইমেইল (বীধসপড়হঃৎড়ষৎড়ড়স@সড়বফঁ.মড়া.নফ) মাধ্যমেও অভিযোগ করা যাবে।
প্রসঙ্গত, গত ১ ফেব্র“য়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।