Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : এ যেন রূপকথার গল্পো। মিউচুয়্যাল ফ্রেন্ডের পেজে আলাপ। সেখান থেকে একে অপরকে চিনে নেওয়া। তার পরেৃ.। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রাণভরে। বাদ যাননি সেই মিউচুয়াল বন্ধুও।
সোশ্যাল নেটওয়ার্কে বন্ধুত্বের বয়স মাত্র এক বছর। তাও নিয়মিত চ্যাটিং করতেন না দু’জনের কেউই। আলাপটাও ভারি অদ্ভুতভাবে। কেউই কারওকে চিনতেন না। মিউচুয়্যাল ফ্রেন্ডের পেজে আলাপ। তাকে অবশ্য ঠিক পরিচয় বলা যায় না। বন্ধুর পেজে একটি কমেন্ট থেকে দু’জনের কথার সূত্রপাত।
একে অপরকে সামনা-সামনি দেখেননি কখনও। ফোনে কথা হয়নি, তাই শোনা হয়নি কন্ঠস্বরও। শুধুমাত্র চ্যাটিংয়েই চলেছে মন দেওয়া-নেওয়া। প্রতি মুহূর্তে দুজনেই অনুভব করছিলেন, কী ভীষণ মানসিক মিল তাঁদের। নিউইয়র্কের বাসিন্দা এরিকা হ্যারিস একা থাকলেও ক্যালিফোর্নিয়ার আর্তে ভ্যান তিন সন্তানের জননী।
নেহাত গল্পের ছলে নিজেদের সবটাই জেনে নিয়েছিলেন তাঁরা। তার পরে একদিন হঠাৎ-ই দেখা করার ইচ্ছেয় বাড়ি ছাড়লেন হ্যারিস। শুধু বাড়ি নয়, ছুটি পাচ্ছিলেন না বলে চাকরিও ছেড়ে চলে এলেন ক্যালিফোর্নিয়ায়। সব ছেড়ে শুধু একবার দেখা করতে আসা হ্যারিসকে রিসিভ করতে এয়ারপোর্টে আসেন আর্তে।
তার পরের গল্পটা ইতিহাস। একে অপরকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান দু’জনেই। ছল ছল চোখে জড়িয়ে ধরলেন। এয়ারপোর্ট থেকে বাড়ি নয়, হোটেল নয় — সোজা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে পৌঁছন এই যুগল।
মাত্র একবারের দেখাতেই তাঁদের বিয়ের খবর ইতিমধ্যে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রাণভরে। বাদ যাননি সেই মিউচুয়াল বন্ধুও।