Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : ২০১০ সালে চীনে এক মারাত্মক ট্রাফিক জ্যাম হয়েছিল। বেজিং – তিব্বত হাইওয়ে তে সূত্রপাত এই জ্যামের। অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য চীনের সরকার বহু পুলিশ নামিয়ে দেয়। কিন্তু জ্যামের জট কিছুতেই ছাড়াতে পারছিলেন না পুলিশ কর্মীরা। এদিকে, সময় যত যাচ্ছে যানজট তত বাড়ছে। আস্ত একটা শহর থমকে গেল সেই যানজটে। মানুষজনের তো বিরক্তির একশেষ। এরকম করে একদিন কেটে গেল।
দু রাত কাবার হলো। তিন সন্ধ্যায় ঘরে ফেরা হলো না। যানজট কাটা তো দূর অস্ত, বেড়েই চলেছে। দৈর্ঘ্য ছাড়াল ১০০ কিলোমিটার। বেশির ভাগ গাড়িই খাদ্য, তেল ও অন্যান্য মালবাহী। যেসব খাদ্য রেফ্রিজারেটরে নেই সেগুলো পচা শুরু করে দেয়। সেই সঙ্গে ড্রাইভার ও যাত্রীরা পড়েছে খাদ্য সংকটে। আশপাশের গ্রামের লোকজন সাইকেলে করে খাবার জল বিক্রি করছে চড়া দামে। তাছাড়া প্রাকৃতিক কর্ম সাড়া নিয়েও আছে মহাবিপদে। শেষ অবধি এই জ্যামের জট খুলতে সময় লাগে ১২ দিন।