খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি চোর তারা সাধারণ মানুষের টাকা চুরি করে। এদের কিছুই আসল নয় এমনকি এদের নির্বাচনী প্রতীক ধানের শীষও তাদের হাইজ্যাক করা এরা ভাষানী ন্যাপ থেকে এ প্রতীক হাইজ্যাক করেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপ্রতির প্রতি ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেত্রী এখন লাশের গন্ধকে আতরের গন্ধ মনে করে। দেশের মানুষ যখন আগুনে পুরে তখন ভাবলেশী বেগম খালেদা জিয়া পাথরের চোখ নিয়ে গুলসানে বসে মজা নেন, তার কিছুই আসে যায় না।
মতিয়া চৌধরী বলেন, নিম্ন আয় থেকে মধ্যম আয়ে ৫ কোটি মানুষ উঠে এসেছে। আমাদের সময়ে বিদেশে কর্মী গেছে ৩৫ লাখ ৭৫ হাজার ৩৪৮ জন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় আমাদের ১৬ কোটি মানুষ এখন দুবেলা খেতে পারে ।বিএনপির শেষ সময়ে মাথাপিছু আয় ছিল ৫৫৩ ডলার। আর আমাদের সময় ২০১৪-২০১৫ সালে মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলার হয়েছে।