খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এখন আমি নিশ্চিন্ত, আমার সন্তান বেঁচে থাকবে। এই একটি ঘোষণার মধ্য দিয়ে আমি বেঁচে থাকলাম। আমরা সন্তান জাতীয় পার্টি এবং তোমরা বেঁচে থাকলে।’
দলের এক অনুষ্ঠানে তিনি এই আত্মতৃপ্তির কথা সাংবাদিকদের জানান।
এরশাদ বলেন, “একটি ঘোষণা এত উৎসাহ জাগাতে পারে, পার্টির মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারে- তা আমার জানা ছিল না। গোটা রাজনৈতিক জীবনে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে তা হচ্ছে এই ঘোষণা।
জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এরশাদ।
এরশাদ বলেন, ‘রুহুল আমিন ১৪ বছর দলের মহাসচিব ছিল। কিন্তু আমি তাকে সরিয়ে দেওয়ার পর কোনোদিন আমার বিরুদ্ধে একটি কথাও বলেনি। এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম।
আর একজনকে মহাসচিব করেছিলামৃ, আমার ভাইকে পদ দেওয়ার কারণে তিনি আমাকে আমার পার্টি থেকে বহিষ্কার করে দিলেন। এটা কোনো কথা হতে পারে?’উপস্থিত কর্মী-সমর্থকরা এ সময় সমস্বরে বলে ওঠেন, ‘নাৃ নাৃ নাৃ, বাবলু বেঈমানৃ বেঈমান।’ এরপর কর্মীদের
উদ্দেশে এরশাদ বলেন, ‘আজ থেকে সব দুঃখ ভুলে গেলাম। আমরা এগিয়ে চলব। তোমরা প্রস্তুত?’
কর্মী-সমর্থকরা বলে ওঠেন, ‘হ্যাৃঁহ্যাৃঁ হ্যাৃঁ।’“এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম। আর একজনকে মহাসচিব করেছিলাম আমার ভাইকে পদ দেওয়ার কারণে তিনি আমাকে আমার পার্টি থেকে বহিষ্কার করে দিলেন।এটা কোনো কথা হতে পারে?”উপস্থিত কর্মী-সমর্থকরা তখন সমস্বরে বলে ওঠেন, “ না না না বাবলু বেঈমান বেঈমান।”
এরপর এরশাদ তাদের উদ্দেশে বলেন, “আজ থেকে সব দুঃখ ভুলে গেলাম। আমরা এগিয়ে চলব। তোমরা প্রস্তুত?”অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতি।