খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: মিরপুরের ১ নং গগুদারাঘাট এলাকায় পুলিশের দেয়া আগুনে দগ্ধ হয়ে চা দোকানী বাবুল মাতব্বরের মৃত্যুবরণকে মর্মান্তিক হত্যাকান্ড উল্লেখ করে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ নিন্দা জানান দলটির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘মিরপুরের চা দোকানী বাবুল মাতব্বরের কাছে চাঁদার টাকা না পেয়ে তার গায়ে আগুন লাগিয়ে দগ্ধ করে পুলিশ। গুরুতর দগ্ধ বাবুল মাতব্বর গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে মর্মান্তিকভাবে কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পুলিশ কর্তৃক গরীর চা বিক্রেতা বাবুল মাতব্বরের মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
দলের পক্ষ থেকে বাবুল মাতব্বরের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেয়া হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে র্যাব-পুলিশ এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছে।’
‘চাঁদাবাজী, জুলুম, নিরীহ মানুষকে আটক করে পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেয়া বা ভয় দেখানো, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আদায় না হলে হত্যা করা ইত্যাদি পৈশাচিক অপকর্মে লিপ্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা।’-যোগ করেন তিনি।
সরকারকে অবৈধ সরকার দাবি করে তিনি বলেন, ‘বাইসাইকেল যেমন বিড়াল হতে পারেনা তেমনি জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা কোন অবৈধ সরকার কখনোই জনকল্যান ও জনগণকে শান্তি দিতে পারেনা। অপরিণামদর্শী অপকর্মই এইসব সরকারের প্রধান বৈশিষ্ট্য। এরা গোটা দেশটাকে অপরাধ জগতে পরিণত করেছে।’
গোটা দেশ এখন অগ্নিগর্ভ মন্তব্য করে তিনি বলেন, ‘যদি জনগণের মনের কথা, বেদনার কথা বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করতে না পারে তাহলে জনগণের ক্ষোভ যেকোন মূহুর্তে সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।