Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব ধরনের সহয়তা করতে সব সময় তার পাশে থাকবে ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত সন্ত্রাস দমন ও উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবে নয়াদিল্লি।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভারত সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসুষমা সরাজ। এ সময় সুষমা সরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করার কথা জানান।
সন্ত্রাস বিরোধী সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরে ভারতে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।বৈঠককালে বঙ্গবন্ধুর অসামাপ্ত জীবনী হিন্দিতে অনুবাদ করা হচ্ছে বলে শাহরিয়ার আলমকে অবহিত করেন সুষমা।
শাহরিয়ার আলম বলেন, গত বছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সফরে দুদেশের মধ্যে যে চুক্তি হওয়ার সিদ্ধান্তগুলো হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।