খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যারয়ের আইবিএ অনুষদ কেন্দ্রে পরীক্ষা দিতে এসে প্রক্সি দেয়ার অভিযোগে প্রায় ৮০ জনকে আটক করা হছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষার শুরু পর তাদেরকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যারয়ের আইবিএ কর্তৃপক্ষ জানায়, সকালে পরীক্ষা শুরুর পর প্রক্সি দেয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এ মুহূর্তে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদের বিচার চলছে। এদিকে আটককৃতদের থানায় নিয়ে যেতে পুলিশের তিনটি ভ্যান আইবিএ অনুষদের সামনে এসে পৌঁছেছে।