খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: রণবীর-দীপিকার ‘রামলীলা’ দেখে তো আগেই মুগ্ধ সবাই। এবার অভিনব কায়দায় মুগ্ধ করলেন আরেক ‘রামলীলা’ জুটি।
সম্প্রতি স্লোভাকিয়ায় স্কেটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে ‘রামলীলা’র ‘ঢোল বাজে ঢোল বাজে’ শিরোনামের গানটিতে পারফর্ম করেছেন রাশিয়ান অলিম্পিক চ্যাম্পিয়ন তাতিয়ানা ভোলোসোজার এবং ম্যাক্সিম ত্রানকোভ।
২০১৬ ইউরোপিয়ান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই দম্পতির পারফরম্যান্স ছিলো সেরা। ভারতীয় পোশাকে সেজে বলিউডি গানের তালে স্কেটিং করে তারা ছিনিয়ে নিলেন ক্যারিয়ারের চতুর্থ সোনা। দর্শকরাও উপভোগ করেছেন এই অনুষ্ঠান। হাততালিতে ভরে গিয়েছিলো গোটা অডিটোরিয়াম।
২০১৩’এ সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় সুপারহিট সিনেমা ‘রামলীলা’। ছবিতে দীপিকা পাডুকোন ও রণবীর সিং জুটির প্রশংসা পেয়েছিলেন বক্স অফিসে।