খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬:; একমাত্র আল্লাহর ভয়ই মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে পারে । ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, মাদকদ্রব্য হারাম। প্রচলিত যত আইন কানুনই করা হোক না কেন মানুষের মনে আখেরাতের ভয় সৃষ্টি না করলে মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব নয়। মাদকের ভয়াবহতায় দেশে আজ সন্ত্রাস, নারী নির্যাতন, শিশুহত্যা লাগামহীনভাবে বেড়ে গেছে। মদের ব্যাপারে হাদীস শরীফে বলা হয়েছে, ‘মাদক সকল অশ্লীলতার উৎস’ রাসূল স .আরো বলেন, “মদ্যপান সকল অশ্লীলতার উৎস ও সবচেয়ে বড় কবীরা গুনাহ’ তারা বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে সরকারী-বেসরকারী পর্যায়ে আনেক পদক্ষেপ নিলেও তাতে কোনো সুফল আসছে না, কারণ একদিকে মাদকের আমদানি বন্ধে নেই কোনো কার্যকরী পদক্ষেপ অন্য দিকে যেভাবে কুফল বয়ান করা হচ্ছে তা শুধুমাত্র মানবীয় দৃষ্টিকোন থেকে। ফলে খুব বেশী ফলাফল আমরা পাচ্ছি না। তারা বলেন, রাসূল স. নিকট যখন মদের বিরুদ্ধে আল্লাহর ওহি আসলো তখন সমগ্র আরবের রাস্তায় মদ নিক্ষিপ্ত হয়েছিল একমাত্র আল্লাহর ভয়ে। তারা বলেন, আমাদের মুসলিম জাতি সত্বা ধ্বংসের নীল নকশার অংশ হিসেবে প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মায়ানমার আমাদের দেশে মাদকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে। নেতৃবৃন্দ বলেন, মদের উৎস বন্ধে জোরালো কার্যকরী পদক্ষেপের আহবান জানিয়ে বলেন, মাদকদ্রব্য উৎপাদক, আমদানী কারক ও সরবরাহকারীরেকে আইনের আওতায় এনে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহন করতে হবে। নেতৃবন্দ ভারতীয় সীমান্তে ফেনসিডিল ও মায়ানমার সীমান্তে ইয়াবা ফ্যাক্টরি গুলো বন্ধে কুটনৈতিক পদক্ষেপ গ্রহনের আহবান জানান। আজ শুক্রবার সকাল ১১ টায় ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যেগে উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে “মাদকদ্রব্য হারাম: মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার” দাবিতে মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখবেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির প্রিন্সিপালমুহাম্মদ শওকাত হোসেন, মওলানা মুহাম্মদ রুহুল আমীন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের মঞ্জুর হোসেন ঈসা ,ঢাকা মহানগরী নায়েবে আমির মওলানা ফারুক আহমদ, মওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন, যুগ্ম সম্পাদক মওলানা আবুবকর সিদ্দিক প্রমূখ।