খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: সাবেক জাসদ নেতা বর্তমান আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে নাস্তিক আখ্যা দিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ফয়জুল্লা বলেছেন, আমরা জানি আপনারা ধর্মের বিরুদ্ধে; আপনারা ইসলামের বিরুদ্ধে; কুরআনের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ ইসলামের দেশ; মুসলমানের দেশ। এই দেশে নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তরে গেটে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘কওমী মাদরাসায় হামলার প্রতিবাদে এবং সন্ত্রাস এবং জঙ্গিবাদ বন্ধের দাবিতে’ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল্লা কওমী মাদ্রসা নিয়ে নৌ মন্ত্রী শাজাহান খানের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালেচনা করে বলেন, ‘শাজাহান খান সাহেব, আপনি জাসদের রাজনীতি করেছেন, এখন আওয়ামী লীগে অনুপ্রবেশ করে জাসদের রাজনীতি আওয়ামী লীগকে খাওয়ানোর চেষ্টা করছেন।