খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, এখন বাস্তবে রূপ নিয়েছে। দেশের প্রতিটি সেক্টর ডিজিটালাইজড হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, একসময় যারা দেশকে তলাবিহীন ঝুড়ি বলত, আজ তারাই দেশের উন্নয়ন দেখে অভিভুত হয়েছে। দেশ-মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আর এ সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই। আজ শুক্রবার বিকেলে শহরের শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে রিজার্ভ অর্থ ছিল না, স্বাধীনতার পর ভারত আমাদের ১০০ কোটি টাকা দিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশে এখন ২৭ বিলিয়ন ডলার মজুদ রয়েছে। আমরা ৭২-৭৩ সালে ৩৪৮ মিলিয়ন ডলার রপ্তানি করেছি। সেই বাংলাদেশে এখন রপ্তানি হচ্ছে ৩৩.৫ বিলিয়ন ডলার। আগামীতে বিশ্বের ১০টি উদীয়মান রাষ্ট্রের মধ্যে অন্যতম হতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। বাংলাদেশ এখন রপ্তানিমুখী দেশে পরিণত হয়েছে।
দেশে খাদ্য চাহিদা মেটানোর পর বিদেশে রপ্তানি করা হচ্ছে। দেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বাজার দখল করে নিয়েছে। দেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। মাতৃমৃত্যু হার কমেছে। গড় আয়ু বেড়েছে। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধ ডেকে আগুন দিয়ে মানুষকে হত্যা করে অনেক মায়ের বুক খালি করেছে। সে ঘোষণা দিয়েছিল হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
কিন্তু সে পরাজিত হয়েছে। আদালতে আত্মসমর্পণ করে শূন্য হাতে ঘরে ফিরেছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, র্যাব-১২র অধিনায়ক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, পরিচালক শফিক মোহাম্মদ রুমনসহ ব্যবসায়ী নেতা ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।