Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: পুলিশের হামলায় অগ্নিদগ্ধ হয়ে চা বিক্রেতা বাবুলের মৃত্যুর ঘটনায় রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে ক্লোজ করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) তাকে ক্লোজ করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সর্দার।
এর আগে বুধবার (০৩ ফেব্র“য়ারি) রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বর গুদারাঘাট এলাকায় নিজের দোকানে স্টোভের আগুনে দগ্ধ হন বাবুল মাতুব্বর (৪৫)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানিয়েছিলেন, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
এর পর বৃহস্পতিবার (০৪ ফেব্র“য়ারি) বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবুলের পরিবারের অভিযোগ, মিরপুর শাহ আলী থানার কয়েকজন পুলিশ সদস্য চাঁদা চাইতে এসে দোকানের কেরোসিনের স্টোভে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় স্টোভের আগুনে দগ্ধ হন বাবুল।
কান্নাজড়িত কণ্ঠে বাবুলের ছেলে মো. রাজু অভিযোগ করে বলেন, তারা বাবাকে বলেন- ‘ফুটপাতে দোকান করিস, টাকা দ্যাস না ক্যান? টাকা দে’। এ কথা বলেই স্টোভের আগুনে লাঠি দিয়ে আঘাত করেন। আর তখন বাবা স্টোভের কাছে থাকায় তার শরীরে আগুন ধরে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবারই শাহ আলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে দু’টি তদন্ত কমিটিও গঠন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।