Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: অনেক সময় আমাদের ব্যবহৃত প্রিয় প্রোডাক্টগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারণে তা শেষ হবার পূর্বেই ফেলে দিতে হয়। তখন অবশ্যই অনেক কষ্ট লাগে। বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে তাদের যদি কোনও বিউটি প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তাদের কষ্টের শেষ থাকে না।
তাদের জন্য সুখবর হল, আপনারা সেই সব জিনিসের পুনরায় ব্যবহার করতে পারবেন। কীভাবে? আসুন তা জেনে নেয়া যাক-
১. মাসকারা:
মেয়াদ উত্তীর্ণ মাসকারা মোটেও ব্যবহার উপযোগী নয়। তাই বলে কি ফেলে দিবেন? ফ্যান্সি সাঁজের সময় আপনি সেই মাসকারা ব্যবহার করতে পারেন। যাদের আইভ্রু পাতলা তারা সেখানে এই মাসকারার ব্যবহার করতে পারেন।
২. চোখের শেড:
চোখের পাতার উপরে আমরা যে আই শেড ব্যবহার করি তা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যায়। তখন এটি বাতাসে উড়ে যেতে শুরু করে। এটি ব্যবহারযোগ্য থাকে না। আপনি আপনার নখপলিশে এই বিভিন্ন রংয়ের শেড ব্যবহার করতে পারেন। এতে অনেক নতুনত্ব আসবে।
৩. লিপ বাম:
মেয়াদ উত্তীর্ণ লিপ বাম দিয়ে আপনি আপনার চামড়ার জুতা খুব সহজে চকচকে বানিয়ে ফেলতে পারবেন।
৪. ত্বকের টোনার:
বেশিরভাগ টোনারে অ্যালকোহল ব্যবহার করা হয়। আপনি এই মেয়াদ উত্তীর্ণ টোনার কাঁচের জিনিস ও গ্লাস পরিষ্কারে কাজে লাগাতে পারেন। আপনার মোবাইলের স্ক্রিনও পরিষ্কার করতে পারবেন।
৫. ফেসওয়েল:
তেল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর ব্যবহার করা বিপদজনক। কিন্তু তেলের সাথে চিনি মিশিয়ে কাজে লাগান, অবশ্যই তা আপনার হাত ও পায়ের ত্বকের জন্য উপকারি হবে।-সূত্র: কসমোপলিটান।