খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর ও করাচি। করাচি কিংসে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আজকের ম্যাচে অবশ্য সাকিব খেলছেন। মুশফিক সাইড বেঞ্চে রয়েছেন।
খুলনার অনুষ্ঠিত বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শেষে পাকিস্তান সুপার লিগে খেলতে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই লিগে খেলার জন্য মুস্তাফিজুর রহমান ডাক পেলেও কাঁধের ইনজুরির কারণে খেলা হচ্ছে না তার।