খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চুতর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়ার অভিযোগে ৭০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহেল এ আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক পরিচালিত ২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সাংবাদিকদের বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১ ক্যাটাগরির এক হাজার ৫৭৮টি শূন্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কর্তৃক পরিচালিত জনবল নিয়োগ পরীক্ষায় ৭৬ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে।
তাদের মধ্যে ৭০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি জানান, ছয়জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধের মূল হোতা এবং কারণ নির্ণয়ে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।